বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সুযোগের ব্যবহার বন্ধ করছে মাইক্রোসফট

Image Source: Google

২০১৫ সালে মাইক্রোসফট বাজারে নিয়ে আসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয় অবস্থানে থাকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি। তবে ২০২১ সালের অক্টোবরে মাইক্রোসফট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসে। তবে অনেকে ব্যবহারকারী তখনও উইন্ডোজ ১১ ব্যবহার না করে উইন্ডোজ ১০ ব্যবহার করেন।

তবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদই নিয়ে এসেছে মাইক্রোসফট। বর্তমানে ইউজাররা ফ্রিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও ভবিষ্যতে এ সুযোগ আর থাকবে না বলে জানিয়েছে মাইক্রোসফট।

যারা শুধুমাত্র মাইক্রোসফটের ক্লাউড সেবা অর্থাৎ ‘উইন্ডোজ ৩৬৫’ ব্যবহার করবে, তারাই শুধুমাত্র উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হালনাগাদ করতে পারবেন।

ধারণা করা হয়, ইউজারদের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারে বাধ্য করতেই এ সিদ্ধান্তটি নিয়েছে মাইক্রোসফট।

অবশ্য, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য নতুন কোনো সংস্করণ/ভার্সন উন্মুক্ত না করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট এবং ভবিষ্যতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে নিজেদের নিরাপত্তা সমর্থন প্রত্যাহার করা হবে এমনটি বলেও জানিয়েছিল তারা।

তবে, একটি ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর বিনা মূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি আর হালনাগাদ করা যাবে না।

সেক্ষেত্রে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারের কথা বলেছেন তারা।

সেই পোস্টে উল্লেখ করে বলা হয়েছিল, উইন্ডোজ ১০ এর জন্য সহায়তা সেবা বন্ধ করা হচ্ছে। বাগ সংক্রান্ত সমস্যা, সিকিউরিটি, টাইম জোন হালনাগাদ কিংবা যেকোনো ধরণের প্রযুক্তি সহায়তা দেবে না কোম্পানিটি। ফলে অপারেটিং সিস্টেমটিতে আর নিরাপত্তা পাওয়া যাবে না। তবে ‘উইন্ডোজ ৩৬৫’-এর বার্ষিক সাবস্ক্রিপশন কিনলেই এক্সটেনডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) সুবিধা পাওয়া যাবে।

Build your website for business - versedsoft ltd

ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।

ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/

Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.

© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অনলাইনে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

Wed Aug 21 , 2024
বর্তমান বিশ্বে আমরা সবাই অনলাইনের সাথে সংযু্ক্ত আছি। কিন্তু অনলাইন সম্পর্কে আমাদের সচেতনতা নেই বললেই চলে। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে লগিন করতে হয়। কিন্তু আমরা ভুল করি সঠিক ও শক্তিশালী পাসওয়ার্ড ছাড়া সাধারণ একটি পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে। কেননা দূর্বল পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আমরা […]
how to use strong password

You May Like