ক্রোমের কার্যকারিতা বাড়ানোর জন্য যে ৫টি কৌশল অবলম্বন করা দরকার

পৃথিবীর অন্যতম বিখ্যাত ওয়েব ব্রাউজার হল গুগল ক্রোম। এটি কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই ট্রেন্ড প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বর্তমানে প্রায় ৬৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিতভাবে এই ব্রাওজারটি ব্যবহার করেন। তবে, অনেক সময় ক্রোমের সঞ্চালনা ধীর হয়ে যায়, যা ব্যবহারকারীদের জন্য অসুবিধা সৃষ্টি করে। কিছু কৌশল প্রয়োগের মাধ্যমে ক্রোম-এর গতিশীলতা বাড়ানো সম্ভব। আসুন, এসব কৌশলগুলো সম্পর্কে জেনে নিই।

নিয়মিত ব্রাউজার আপডেট করা

নিরাপত্তা ত্রুটি দূর করার পাশাপাশি বিভিন্ন নতুন সুবিধা যুক্ত করতে গুগল নিয়মিতভাবে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ প্রকাশ করে। প্রতিটি নতুন সংস্করণে ব্রাউজারের কার্যক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তায় উন্নতি সাধন করা হয়। এর ফলে ক্রোম ব্রাউজার দ্রুতগতিতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। তাই সব সময় আপডেটেড ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।

কুকিজ ও ক্যাশ মুছে ফেলা

ওয়েবসাইটে প্রবেশের সময় ক্রোম ব্রাউজারে নানা অস্থায়ী ফাইল সঞ্চয় হতে থাকে, যেগুলোকে কুকিজ এবং ক্যাশ বলে পরিচিত। সময়ের সাথে সাথে এই ফাইলগুলো জমিয়ে রাখলে ব্রাউজারের গতিও কমতে পারে। এজন্য নিয়মিত কুকিজ ও ক্যাশ পরিষ্কার করতে হবে যাতে ক্রোমের কার্যকারিতা বৃদ্ধি পায়।

প্রিলোড পেজেস ফিচার সক্রিয় করুন

ক্রোম ব্রাউজারে ‘প্রিলোড পেজেস’ নামে একটি বিশেষ ফিচার আছে, যা বিভিন্ন ওয়েবসাইট দ্রুত লোড করতে সহায়তা করে। এটি চালু করার জন্য আপনি সেটিংস-এ গিয়ে ‘পারফরম্যান্স’ অথবা ‘স্পিড’ অপশন থেকে সহজেই ‘প্রিলোড পেজেস’ সুবিধাটি সক্রিয় করতে পারবেন। এই সুবিধা নিয়মিত ব্যবহার করলে ক্রোম ব্রাউজারের গতি বৃদ্ধি পাবে।

অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করা

অনেকে একসঙ্গে অনেক ওয়েব পেজের ট্যাব খুলে রাখেন, যা ব্রাউজারের কার্যকারিতা হ্রাস করে। সুতরাং, ক্রোম ব্রাউজারের গতি বৃদ্ধি করার জন্য অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ রাখা উচিত।

অ্যাড ব্লকার ব্যবহার

বিজ্ঞাপন নিষেধাজ্ঞা বর্তমান বেশিরভাগ ওয়েবসাইটে দেখা যায় যে বিজ্ঞাপনের সংখ্যা খুব বেশি। এসব বিজ্ঞাপন ব্রাউজারের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং ওয়েব পেজ লোড হতে দীর্ঘ সময় নেয়। এই সমস্যার সমাধান হিসেবে ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে অ্যাড ব্লকার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

Build your website for business - versedsoft ltd

ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/

Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.

© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

স্ক্যাম প্রতিরোধে ক্রোম ব্রাউজারে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

Tue Jan 7 , 2025
গুগল ক্রোম ব্রাউজারে সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভিত্তিতে একটি নতুন ফিচার সংযুক্ত করতে যাচ্ছে। এই নতুন কার্যকারিতা চালু হলে, ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করার আগে সেটির কাজের ধরন ও নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে ব্যবহারকারীদের ধারণা দেবে। এর মাধ্যমে, ব্যবহারকারীরা সহজেই ম্যালওয়্যার ছড়ানো, […]
New AI feature in Google Chrome Browser.png January

You May Like