
আইফোনে জিমেইল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি যুক্ত করেছে গুগল। এর সাহায্যে, আইফোন ব্যবহারকারীরা এখন Gmail অ্যাপে Google-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জেমিনি ব্যবহার করে ইমেল-সম্পর্কিত বিভিন্ন কাজ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি এখন অ্যান্ড্রয়েড ফোন এবং ওয়েব সংস্করণে রয়েছে।
Gmail অ্যাপে জেমিনি ব্যবহার করে, ব্যবহারকারীরা ইমেল সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর পেতে পারেন। এআই ব্যবহার করে বিভিন্ন ইমেল ফিল্টার করা যায়। একটি নির্দিষ্ট ইমেল থ্রেডের সমস্ত ইমেল সেগুলি না পড়েই তার সারাংশ লিখে নেওয়া যাবে।
পাশাপাশি আপনার ইনবক্সে যেকোনো কিছু অনুসন্ধান করতে জেমিনির ব্যবহার করা যাবে। মানে হল যে অনেক প্রাতিষ্ঠানিক কাজ দ্রুত এবং সহজে শেষ করতে পারবেন।
জেমিনি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে অন্যদের পাঠানো ইমেলের উত্তর দিতে এবং নতুন ইমেল রচনা করার অনুমতি দেয়। ব্যবহারকারীরা জেমিনি চ্যাটবট দ্বারা লিখিত বার্তা সম্পাদনা করতে পারেন। এর মানে হল যে আপনি কেবল একটি খসড়া ইমেল থেকে শব্দগুলি বাদ দেওয়ার পাশাপাশি , প্রয়োজনে নতুন তথ্যও যোগ করতে পারবেন। ফলে ই-মেইলে ভুল বা বাদ পড়া তথ্য ধারণের কোন ঝুঁকি নেই। অটো-কম্পোজিং ইমেল ছাড়া, Gemini Google Workspace ডকুমেন্ট, শীট, স্লাইড এবং ড্রাইভের সাথে কানেক্ট করতে পারে এবং এই সোর্সগুলোথেতে তথ্য সংগ্রহ করে সেই অনুযায়ী ইমেল তৈরি করতে পারে জেমিনি।
Google Workspace ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন। Google Workspace-এ Gemini Business, Enterprise, Education, Education Premium এবং Google One AI প্রিমিয়াম অ্যাড ওন্স থাকতে হবে।
iPhone ব্যবহারকারীরা ইতিমধ্যেই Gmail অ্যাপে Gemini AI সুবিধা ব্যবহার করতে পারছেন তবে ১৫ দিনের মধ্যে শর্ত পূরণ করে সব আইফোন ব্যবহারকারী এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনে Gmail-এ AI সুবিধা চালু করতে, ব্যবহারকারীদের অবশ্যই ফিচার ও পারসোনালাইজেশন চালু করতে হবে।
প্রাতিষ্ঠানিক ই–মেইলের ক্ষেত্রে অ্যাডমিন কনসোল থেকে এটি ডিফল্ট হিসেবে চালু করে দিতে পারবেন। জিমেইল অ্যাপ থেকে জেমিনি ষ্টার আইকনে ক্লিক করে এসব সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।

ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।
ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/
Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.
© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com