‘ফেককল’ ম্যালওয়্যার থেকে সাবধান

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিমপেরিয়াম সম্প্রতি ‘ফেককল’ ম্যালওয়্যারের একটি নতুন সংস্করণ এর সন্ধান পেয়েছে যা কিনা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ডেটা চুরি করতে পারে পাশাপাশি এটি কল ডাইভার্ট ও করতে পারে।

আমেরিকান ভিত্তিক প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন সংস্করণের এই ম্যালওয়ারটি ফোনে প্রবেশ করে, বিভিন্ন আর্থিক তথ্য সংগ্রহ করে দূরবর্তী হ্যাকারদের কাছে পাঠায়।

এমনকি যখন ব্যবহারকারীরা ব্যাঙ্কের নম্বরে কল করেন, তখন তা স্বয়ংক্রিয়ভাবে হ্যাকারদের কাছে ফরোয়ার্ড হয়ে যায়। হ্যাকাররা তখন ব্যাঙ্কের কর্মচারী হিসেবে পরিচয় দেয় এবং মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও টাকা চুরি করে থাকে।

ফেককল মূলত একটি ব্যাঙ্কিং ট্রোজান ম্যালওয়্যার। এই ম্যালওয়্যারের কারণে স্মার্টফোন ব্যবহারকারীরা ভুয়া কলের মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন৷ অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০২২ সালে প্রথম এই ম্যালওয়্যারটির সন্ধান পান। তবে, এই ম্যালওয়্যারটির নতুন সংস্করণ আগের সংস্করণগুলির তুলনায় আরও নিঁখুত ইন্টারফেস ব্যবহার করছে৷ এর ফলে ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছেন এবং হ্যাকারদের শিকার হচ্ছেন।

জিমপেরিয়ামের গবেষকদের মতে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফোনে ফেককল ম্যালওয়্যারটি প্রবেশ করে। এপিকে ফাইলটি ডিফল্ট কল হ্যান্ডলার ধারণ করে যেটি কিনা ডিভাইসে নামানোর সাথে সাথেই ফোন কল নিয়ন্ত্রণের অনুমতি নিয়ে নেয়। যার ফলে যেকোনো সময় ফোন থেকে কল করার পাশাপাশি কলটি গ্রহণও করতে পারে ম্যালওয়্যারটি।

পরবর্তীতে ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে ব্যাংকে কল করলে তাদের নির্দিষ্ট নম্বরের পরিবর্তে হ্যাকারের নম্বরে কলটি ডাইভার্ট করে দেয় ম্যালওয়্যারটি, যেটি ব্যবহারকারীরা বুঝতে এবং জানতেই পারেন না। এরপর ব্যাংক কর্মকর্তা সেজে ব্যবহারকারীদের প্রলোভন দেখিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে থাকে হ্যাকাররা।

সাইবার সিকিউরিটি গবেষকদের মতে, ফেককল ম্যালওয়্যার থেকে নিজেকে রক্ষা করতে অ্যাপগুলি সবসময় গুগল প্লে স্টোর বা বিভিন্ন সংস্থার অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা উচিত। থার্ড পার্টি কোনো সংস্থার অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করার সময় আপনার সতর্ক হতে হবে।

পাশাপাশি ডিভাইসে কোন কোন অ্যাপের কোন কোন তথ্য সংগ্রহের অনুমতি আছে তা দেখতে হবে এবং ডিভাইস সুরক্ষিত রাখতে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।

Build your website for business - versedsoft ltd

ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/

Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.

© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ল্যাপটপের কি-বোর্ড কাজ না করলে যা করবেন

Sat Dec 14 , 2024
ল্যাপটপের কিবোর্ডে সমস্যা হলে বা বেশ কয়েকটি “কী” ক্ষতিগ্রস্ত হলে ব্যবহারের জন্যে এটি কঠিন হয়ে যায়। কিভাবে খারাপ হওয়া কীবোর্ড ঠিক করবেন চলুন দেখি রিবুট: ​​আপনার ল্যাপটপ রিবুট করুন। আসলে সমস্যাটা সফটওয়্যার নাকি হার্ডওয়্যার তে ,আপনি বা আমি কেউই বুঝব না। তাই ল্যাপটপ একবার রিস্টার্ট করাই ভালো। কখনও কখনও একটি […]

You May Like