বর্তমান বিশ্বে আমরা সবাই অনলাইনের সাথে সংযু্ক্ত আছি। কিন্তু অনলাইন সম্পর্কে আমাদের সচেতনতা নেই বললেই চলে। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে লগিন করতে হয়। কিন্তু আমরা ভুল করি সঠিক ও শক্তিশালী পাসওয়ার্ড ছাড়া সাধারণ একটি পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে। কেননা দূর্বল পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আমরা সাইবার হামলার শিকার হতে পারি।
হ্যাকার/অ্যাটার্কার রা বিভিন্ন কৌশল ব্যবহার করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। পাশাপাশি তারা আপনার একাউন্ট টেকওভার করে সেই এ্যাকাউন্টটি ব্যবহার করে স্পাম করবে, স্ক্যামিং করবে বা হয়ত আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে। কিছু কৌশল ব্যবহার করে খুব সহজেই আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী করতে পারবেন।
জটিল ও বড় আকারের পাসওয়ার্ড ব্যবহার করুন
সহজ পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করতে পারে হ্যাকাররা। তাই এ থেকে মুক্তি পেতে বড় এবং জটিল সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনার পাসওয়ার্ডের মধ্যে বড়–ছোট অক্ষরসহ বিভিন্ন সিম্বল ও সংখ্যা দিয়ে দিতে হবে। অন্তত পনের (১৫) সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করুন।
পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য ব্যবহার করবেন না
নিজের ব্যক্তিগত কোন তথ্য পাসওয়ার্ডে ব্যবহার করবেন না। আপনার নাম, প্রিয়জনের নাম কিংবা কোন কমন নাম ব্যবহার করবেন না। admin,root,user, password এই ধরণের পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার সি একাউন্টে একই রকম পাসওয়ার্ড ব্যবহার করবেন না। বিভিন্ন একাউন্টে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
কোড সংকেত দিয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করুন
সাধারণ এবং মনে রাখা সহজ এমন ধরণের পাসওয়ার্ড ব্যবহার করবেন না। সাধারণ ভাবে কোন অর্থ নেই, পড়তে জটিল, মনে রাখা কঠিন এমন ধরণের পাসওয়ার্ড ব্যবহার করুন। Ab12@cd56*&##% এই ধরণের পাসওয়ার্ড ব্যবহার করুন। অনলাইনে অনেক স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইট আছে। আপনি চাইলে সেখান থেকেও পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। নিরাপত্তার স্বার্থে আপনার জেনারেট এবং ব্যবহার করা পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখুন।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।
ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/
Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.
© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com