হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সরাসরি অ্যাপ থেকে স্টিকার প্যাক তৈরি এবং শেয়ার করার জন্য একটি নতুন উপায় চালু করার সুবিধা চালু করতে যাচ্ছে। ডব্লিউ আ বেটা ইনফো এর তথ্যানুসারে,জনপ্রিয় মেসেজিং অ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড 2.24.25.2 বিটা সংস্করণে পরীক্ষামূলকভাবে বৈশিষ্ট্যটি চালু করা হয়েছে। ডব্লিউ আ বেটা প্রতিষ্ঠানটি মূলত হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করে থাকে।
বর্তমানে, ইউজাররা দুটি উপায়ে স্টিকার প্যাক ব্যবহার করো থাকেন। ইউজাররা মূলত তাদের নিজস্ব স্টিকার প্যাক বা তৃতীয় পক্ষের স্টিকার প্যাকগুলি ডাউনলোড করে ব্যবহার করে থাকেন। তবে নুতন এই ফিচারটি যুক্ত হলে ইউজাররা খুব সহজেই নিজের পছন্দানুযায়ী স্টিকার করে সহজেই অন্যের সাথে শেয়ার করতে পারবেন।
নতুন এই সুবিধা ব্যবহারকারীদের স্টিকার তৈরির ক্ষেত্রে আরও বেশি সৃজনশীলতা ও স্বাধীনতা দেবে। ডব্লিউ আ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়, ‘এটি ব্যবহারকারীদের কাস্টম স্টিকার তৈরির সুযোগ দেবে; যা কিনা হোয়াটসঅ্যাপের ডিফল্ট স্টিকার ব্যবহারের বাইরে অন্য স্টিকার ব্যবহারের ব্যক্তিগত অভিজ্ঞতা দেবে।
সুবিধাটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে গিয়ে স্টিকার পিকারের ভেতর প্রবেশ করতে হবে। প্রতিটি স্টিকার প্যাকের পাশেই ডট আইকন দেখা যাবে তিনটি। আইকনে ক্লিক করে স্টিকার প্যাক শেয়ার করার কিংবা ব্যক্তিগত সংগ্রহ হতে মুছে ফেলার অপশনও দেখা যাবে।
স্টিকার প্যাক আদানের প্রক্রিয়াটি এত দিন জটিল ছিল। ব্যবহারকারীদের একটি একটি করে স্টিকার পাঠাতে হয়তো। যে বিরক্তিকর। কিন্তু এই সুবিধাটি চালু হলে পুরো স্টিকার প্যাকটি একেবারেই শেয়ার করতে পারবে ব্যবহারকারীরা।
এটি প্রাপকের জন্য সহজ হবে কারণ তারা শুধুমাত্র একটি ট্যাপেই সম্পূর্ণ প্যাকেজটি তাদের লাইব্রেরিতে যোগ করতে পারবেন। এটি এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে। তাই সবার জন্যে এটি এখনো উন্মুক্ত হয়নি। অবশ্য পরবর্তী সময়ে এটি সবার জন্যে উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু কবে নাগাদ সব ব্যবহারকারী এই সুবিধা নিতে পারবেন সে বিষয়ে এখনো কোন তথ্য জানা যায়নি।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।
ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/
Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.
© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com