![](https://blog.versedsoft.com/wp-content/uploads/2025/01/New-AI-feature-in-Google-Chrome-Browser-1-1024x559.png)
গুগল ক্রোম ব্রাউজারে সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভিত্তিতে একটি নতুন ফিচার সংযুক্ত করতে যাচ্ছে। এই নতুন কার্যকারিতা চালু হলে, ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করার আগে সেটির কাজের ধরন ও নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে ব্যবহারকারীদের ধারণা দেবে। এর মাধ্যমে, ব্যবহারকারীরা সহজেই ম্যালওয়্যার ছড়ানো, স্ক্যামিং, প্রতারণামূলক তৎপরতা যুক্ত ওয়েবসাইটগুলোর বিষয়ে পূর্ব থেকেই সচেতন হয়ে উঠতে পারবেন।
গুগলের মতে, ‘ক্লায়েন্ট সাইড ডিটেকশন ব্র্যান্ড অ্যান্ড ইনটেন্ট ফর স্ক্যাম ডিটেকশন’ শীর্ষক এই সুবিধাটি এআই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ওয়েবসাইটের কার্যকলাপ ও বিষয়বস্তুকে বিশ্লেষণ করবে এবং ইউজারদের সতর্ক করবে। ইতোমধ্যে ক্রোম ব্রাউজারের বিটা সংস্করণে এই বৈশিষ্ট্যের কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের মাধ্যমে স্ক্যাম চিহ্নিত চিহ্নিত করার মাধ্যমে নিরাপত্তা উন্নত হবে এবং এটি ম্যাক, উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ও কাজ করবে।
গুগল জানিয়েছে যে, নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের বিপজ্জনক ওয়েবসাইট, ক্ষতিকর ডাউনলোড এবং ঝুঁকিপূর্ণ এক্সটেনশনের থেকে রক্ষা করবে। এই সুবিধাটি বর্তমানে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে ওয়েবসাইটে ধারণ করা কনটেন্ট বিশ্লেষণ করে স্ক্যাম ও বিপজ্জনক ওয়েবসাইটগুলি চিহ্নিত করছে। পরীক্ষামূলকভাবে চালু করা এ সেবা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। তবে, এটি কখন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে সেই সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোন স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
![Build your website for business - versedsoft ltd](https://blog.versedsoft.com/wp-content/uploads/2024/07/Versedsoft-Adv-Design-1.jpg)
ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/
Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.
© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com