বিজনেসের শুরু থেকেই ওয়েবসাইট না থাকলে ব্র্যান্ডের বিরাট ক্ষতি

যারা অনলাইনে ফেসবুক গ্রুপ, পেইজ, আইডি খুলে বিজনেস করছেন কিন্তু এখনও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেননি এই পোস্ট তাদের জন্য।

ওয়েবসাইট হচ্ছে একটি ডায়নামিক টেকনোলজি। পুরো বিশ্ব কোন না কোন উপায়ে এই টেকনোলজির মাধ্যমে কমিউনিকেশন করে। কিন্তু অনেকে অভ্যস্ততার দোহাই দিয়ে মূলত খরচ বাঁচাতে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে না। আপনি নিজে অভ্যস্ত না হলে ফেসবুক চালাচ্ছেন কিভাবে? ফেসবুকওতো (Facebook) একটি ওয়েবসাইট। কোন তথ্য সার্চ করার জন্য যে গুগলে (Google) যান সেটিওতো ওয়েবসাইট। আর কেউই শুরুতে অভ্যস্ত থাকেনা। আস্তে আস্তে ব্যবহার করার মধ্য দিয়ে অভ্যস্ত হতে হয়।

আর ফেসবুক কারো নিজস্ব সম্পত্তি নয়। যে কোন কারণে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ পেইজ, গ্রুপ, আইডি বন্ধ করে দিলে কিছুই করতে পারবেন না। তখন আপনার পুরো ইনভেস্ট কিন্তু মাটি হয়ে যাবে। আমাদের অসংখ্য ক্লায়েন্ট এমন বিপদে আছে। অথচ উনারা যদি ফেসবুকের পাশাপাশি ব্যবসার প্রয়োজনে নিজস্ব ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে কাজ করতো তাহলে সব দিক থেকেই ভালো হতো। সমস্যায় পড়ে এখন আমাদের পরামর্শে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নিয়মিত সার্ভিস নিচ্ছে। যার ফলে আস্তে আস্তে কোম্পানি বা প্রতিষ্ঠানের ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে।

শুধু এতোটুকু ভাবুন, কতো জায়গায় যেমন বিভিন্ন ডিজাইন, প্রিন্টি ডকুমেন্টেস, প্রমোশনাল পেপারস ইত্যাদিতে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াগুলোর লিংক বা ইউআরএল ব্যবহার করায় প্রমোট হয়ে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট হতো। ব্র্যান্ড স্টাবলিশমেন্টের জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়েবসাইট কোম্পানির নিজস্ব সম্পত্তি।

মানুষ কিন্তু সামাজিক যোগযোগ মাধ্যম থেকে অনেক বেশি বিশ্বাস করে একটি ওয়েবসাইটকে। কারণ, সামাজিক যোগযোগ মাধ্যমে ফেইক তথ্যের ছড়াছড়ি। প্রতারণাও হয় বেশি এই সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতেই। যে কেউ ফ্রিতে চালাতে পারে এসকল সামাজিক যোগযোগ মাধ্যম। কিন্তু একটি ওয়েবসাইট কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম না। ওয়েবসাইট একটি প্রতিষ্ঠানের ‘মেইন ডিজিটাল আইডেন্টিটি’

বিজনেস করতে গেলে অবশ্যই প্রফেশনাল ও সুদূরপ্রসারী চিন্তা থেকে নিজের কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস এর পাশাপাশি ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। আর ডিজিটাল আইডেন্টিটির মধ্যে ১ নম্বর হচ্ছে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে তা সবসময় অ্যাক্টিভ রাখা। পাশাপাশি অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলোতে থাকতে হবে। ৩৬০° এঙ্গেল থেকে বিজনেস ডেভেলপমেন্ট এর কথা চিন্তা করতে হবে। আশাকরি আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি।

ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।

ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/

Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.

© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ড্রাগ টু সার্চ ফিচার নিয়ে এলো ক্রোম ব্রাউজার

Mon Aug 12 , 2024
এবার গুগল ক্রোম নিয়ে এসেছে নতুন একটি ফিচার। এই ফিচারটি ব্যবহারকারীদের সার্চিং অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। ‘ড্রাগ টু সার্চ’ নামে অ্যান্ডয়েডের জনপ্রিয় ফিচারটি এবার ক্রোম ব্রাউজারের ওয়েব ভার্সনে যুক্ত হয়েছে। আপনি ব্রাউজার ব্যবহার করে আপনার পিসি থেকে ছবি আপলোড করে সেই রিলেভেন্ট ইমেজ সার্চ করতে পারবেন পাশাপাশি যেকোনো ওয়েবপেইজ […]

You May Like