ড্রাগ টু সার্চ ফিচার নিয়ে এলো ক্রোম ব্রাউজার

এবার গুগল ক্রোম নিয়ে এসেছে নতুন একটি ফিচার। এই ফিচারটি ব্যবহারকারীদের সার্চিং অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। ‘ড্রাগ টু সার্চ’ নামে অ্যান্ডয়েডের জনপ্রিয় ফিচারটি এবার ক্রোম ব্রাউজারের ওয়েব ভার্সনে যুক্ত হয়েছে। আপনি ব্রাউজার ব্যবহার করে আপনার পিসি থেকে ছবি আপলোড করে সেই রিলেভেন্ট ইমেজ সার্চ করতে পারবেন পাশাপাশি যেকোনো ওয়েবপেইজ থেকেও কোন একটি অংশ সিলেক্ট করে সেইম কাজটি করতে পারবেন।

Statcounter এর তথ্যমতে, বর্তমানে পৃথিবীতে ৬৪ শতাংশ মানুষ কম্পিউটারে এবং ৬৬ শতাংশ মানুষ মোবাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করে।

ক্রোম ব্রাউজারের নতুন এই ফিচারটি যেভাবে ব্যবহার করবেন:

Image: 01

প্রথমে আপনার পিসি থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং ব্রাউজারের ডানপাশের অপশনটিতে ক্লিক করুন।

Image: 02

তারপর ‘Search this page with google‘ অপশনে ক্লিক করুন।

Image: 03

নতুন একটি ইন্টারফেস দেখতে দেখতে পাবেন। চিহ্নিত করা অংশটিতে ক্লিক করুন।

Image: 04

ছবিতে দুটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত ‘Drag an image here or Upload a file‘ অপশনটি ব্যবহার করার মাধ্যমে আপনি কম্পিউটার থেকে কোন ছবি আপলোড করে সে ছবির রিলেভেন্ট অনেক ছবি এবং আপনার ছবির তথ্য সংক্রান্ত অনেক গুলো ওয়েবসাইট ও পেয়ে যাবেন।

নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ‘Select any page area‘. এই অপশনটি ব্যবহার করার মাধ্যমেও আপনি একই কাজটি করতে পারবেন।

ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।

ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/

Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.

© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সুযোগের ব্যবহার বন্ধ করছে মাইক্রোসফট

Tue Aug 13 , 2024
২০১৫ সালে মাইক্রোসফট বাজারে নিয়ে আসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয় অবস্থানে থাকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি। তবে ২০২১ সালের অক্টোবরে মাইক্রোসফট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসে। তবে অনেকে ব্যবহারকারী তখনও উইন্ডোজ ১১ ব্যবহার না করে উইন্ডোজ ১০ ব্যবহার করেন। তবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম […]
Microsoft Office

You May Like