হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসলো মেটা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অন্য কোনো অ্যাপে ইউজারদের সাথে অডিও-ভিডিও কল করার পাশাপাশি বার্তাও পাঠাতে পারবেন নিজেদের অ্যাপ থেকে অন্য প্রতিষ্ঠানের অ্যাপে প্রবেশের সুযোগ দিতে শিঘ্রীই ইন্টার–অপারেবল সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
বিশ্লেষকদের ধারণা, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) এর শর্ত পূরণের জন্য নিজেদের অ্যাপ থেকে অন্য প্রতিষ্ঠানের অ্যাপে প্রবেশ করার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন এ সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ বন্ধ না করেই সহজে অন্য অ্যাপ ইউজারদের সাথে যোগাযোগ করা যাবে। তবে নতুন এ সুবিধাটি মূলত প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে চালু করা হবে।
মূলত, বড় প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে সমান প্রতিযোগিতা তৈরির জন্য ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নীতিমালা প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতি মাসে সাড়ে চার কোটি ব্যবহারকারী থাকা সব প্রযুক্তিগত প্ল্যাটফর্মগুলোকে এই আইন বাধ্যতামূলকভাবে মানতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।
ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/
Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.
© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com