
অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়। এসবের গুজব ছড়ানোর কারণ ভুল বোঝাবুঝি এবং নেতিবাচক ঘটনা উভয়ই হতে পারে। তাই, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম, অনলাইনে গুজব ছড়ানো থেকে রোধ করতে ব্যবহারকারীদের শেয়ার করা ওয়েবসাইটের লিঙ্ক বা বার্তা যাচাই করার সুবিধা চালু করতে যাচ্ছে।
ওয়েবসাইট লিঙ্ক সম্পর্কে মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানো রোধ করতে, পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের দ্বারা পাঠানো ওয়েবসাইট লিঙ্ক এবং বার্তাগুলির সত্যতা যাচাই করা যাবে হোয়াটসএ্যাপ থেকেই। যার ফলে ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের থেকে আগে থেকেই সতর্ক থাকা যাবে। “সার্চ অন ওয়েব” নামে এই সুবিধাটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণে যুক্ত করা হয়েছে।
নির্দিষ্ট ব্যবহারকারীদের মতামত নিয়ে দ্রুতই এই সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে তারা।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা সংস্থা ডব্লিউএবেটাইনফোরন -এর মতে, এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা Google-এ সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাটে থাকা যেকোনো ওয়েবসাইটের লিঙ্ক বা বার্তা আপলোড করে তথ্য পরীক্ষা করতে পারবেন। হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে আপডেটে ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানো হয় সাধারণত ভুয়া ওয়েবসাইটের লিঙ্ক এবং তথ্য প্রচার করার মাধ্যমে। অনেকে অজান্তেই এই ফেইক লিঙ্কগুলো তাদের পরিচিত লোকদের কাছে পাঠান কিংবা ফরওয়ার্ড করে থাকেন।
এই সুবিধাটি একবার চালু হলে, ব্যবহারকারীরা কোন সাইটের লিঙ্ক বা সংবাদ হোয়াটসএ্যাপ থেকে যাচাই করে এর সত্যতা দেখতে পারবেন পাশাপাশি অন্যদের দেয়া পোস্টটির তথ্যের সত্যতা দেখতে পাবেন।

ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট সংক্রান্ত সকল প্রয়োজনে আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা অভ্যস্ত হোন, অন্যদেরও বলুন এমনটাই আমার প্রত্যাশা।
ওয়েবসাইট ও বিজনেস ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগযোগ করুন: https://insightcommunication.net/free-consultation/
Our Main Service-
◼️ Website Development.
◼️ Software Development.
◼️ Apps Development.
◼️ Digital Marketing.
◼️ IT Support & Consultancy.
© ভার্সডসফট লিঃ
Contact: +88 01723-821464 (WhatsApp)
Email: help@versedsoft.com
www.versedsoft.com